মোঃ আসাদুজ্জামান আসাদ, স্বরূপকাঠিঃ
স্বরূপকাঠিতে স্বাস্থ্য কমপ্লেক্সে আসা রোগীদের ফুসলিয়ে বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে নেওয়ার অভিযোগে ছয় নারী দালালকে জরিমানা করেছে মোবাইল কোর্ট। প্রত্যেককে ১৫ হাজার টাকা করে মোট ৯০ হাজার টাকা জরিমান করেছেন ভ্রাম্যমান আদালতের মেজিস্ট্রেট বশির গাজি।
দালাল হিসেবে পরিচিত লিলি বেগম লিয়া, পিয়ারা বেগম, নূরজাহান বেগম, জান্নাতুলনেছা লিপি, রোখসানা বেগম ও আসমা বেগমক গোপন সংবাদের ভিত্তিতে স্বরুপকাঠি থানা পুলিশ হাসপাতাল এলাকা থেকে আটক করে।
পরবর্তীতে স্বরুপকাঠির ভূমীর দায়িত্বে থাকা কমিশনার বশির গাজির আদালতে হাজির করা হলে প্রত্যেককে ১৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেন আদালত।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।