কাজী নাসির মঈদ,ঘোড়াঘাট(দিনাজপুর)প্রতিনিধি
সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর-২৯৩৬ এর আয়োজনে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যা ও সাংবাদিক আনোয়ারকে ইট দিয়ে থেঁতলিয়ে আহত করার প্রতিবাদে এবং খুনিদের দ্রুত শাস্তি নিশ্চিতের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার (১০ আগস্ট) সকালে দিনাজপুর স্টেশন রোডস্থ কার্যালয়ে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মইনউদ্দিন হিরু (আমার দেশ), নবনির্বাচিত সভাপতি মো. মোফাচ্ছিদুল মাজেদ (বিজয় টিভি), নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. আতিউর রহমান (যুগান্তর), নবনির্বাচিত সহসভাপতি কুরবান আলী সোহেল (আমাদের কন্ঠ), নবনির্বাচিত সহসাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম আবেদ (গণজাগরণ), নবনির্বাচিত অর্থ সম্পাদক তাজেদুর রহমান মানিক (বাংলাদেশ টু ডে), অন্যতম সদস্য সিকান্দার আলী কাবুল (অবজারভার), আবু কাওছার (ডেইলি মর্নিং গ্লোরি), চন্দন মিত্র (ভোরের চেতনা), মোকাররম হোসেন (বাংলাদেশ সমাচার), ওয়াহেদুর রহমান (আজকের বিজনেস বাংলাদেশ), দয়ারাম সরকার (যুগের আলো), একরামুল হক চঞ্চল (নতুন দিন), খুরশিদ আলম আকাশ (মানুষের কন্ঠ), পরিমল চন্দ্র দাস (দি সাউথ এশিয়ান টাইমস), আরিফুর রহমান (জনবাণী), বেলাল হোসেন (নওরোজ), যাদব চক্রবর্তী (বর্তমান কথা), সুবীর চক্রবর্তী ছোটন (মুক্ত খবর), সাফায়েত হোসেন সজিব (এশিয়ান বাণী), রুবেল সরকার (পত্রালাপ), মিজানুর রহমান ডোফুরা (দিনাজপুরের কন্ঠ), হারুন রশিদ (খবর একদিন) প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যা ও সাংবাদিক আনোয়ারকে ইট দিয়ে থেঁতলিয়ে আহতকারীদের এবং খুনিদের দ্রুত শাস্তি নিশ্চিতের দাবি জানিয়ে দৃষ্টান্ত স্থাপনের আহ্বান জানান।