Nabadhara
ঢাকাশনিবার , ১৬ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

সিংগাইরে ধ/র্ষণের অ’ভিযোগে ছাত্রদল নেতা ব/হিষ্কার

আবিদ হাসান, মানিকগঞ্জ প্রতিনিধি
আগস্ট ১৬, ২০২৫ ৭:০২ অপরাহ্ণ
Link Copied!

আবিদ হাসান, মানিকগঞ্জ প্রতিনিধি

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ এবং অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. রউফুল মুন্সিকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মানিকগঞ্জ জেলা শাখা।

শুক্রবার (১৫ আগস্ট) জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. শোয়েব হোসেন শান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়।

বহিষ্কৃত রউফুল মুন্সি সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর গ্রামের বাসিন্দা। তিনি রেজ্জাক মুন্সির ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলা ছাত্রদল সভাপতি আব্দুল খালেক শুভ ও সাধারণ সম্পাদক সিরাজুর রহমান খান সজীবের অনুমোদনে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রউফুল মুন্সিকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ছাত্রদলের কোনো নেতাকর্মীর সঙ্গে সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

জানা গেছে, রউফুল মুন্সির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নানা অনিয়মের অভিযোগ ছিল। সর্বশেষ, একজন তরুণী তাকে ধর্ষণের অভিযোগে আদালতে মামলা করলে সংগঠনের ভাবমূর্তি রক্ষায় জেলা ছাত্রদল কঠোর সিদ্ধান্ত নিয়ে তাকে বহিষ্কার করে।

দলীয় নেতাকর্মীদের শৃঙ্খলা বজায় রাখতে জেলা ছাত্রদলের পক্ষ থেকে ভবিষ্যতেও এ ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।