মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধিঃ
সারাদেশের ন্যায় নড়াইলে বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতি খুলনা বিভাগের পক্ষ থেকে খাদ্য সহায়তা ও মাস্ক বিতরণ করা হয়েছে। সোমবার (১২ জুলাই) শহরের ছিন্নমূল মানুষের মাঝে এ সহায়তা প্রদান করা হয়।
জানা যায়, বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতি খুলনা বিভাগের সদস্যদের নিজস্ব অর্থায়নে এ খাদ্য সহায়তা ও মাস্ক বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতির খুলনা বিভাগের (ভিপি) মনিরুল হাসান, সদরের ওসিএলএসডি তরুন বালা, খাদ্য পরিদর্শক বিপ্লব কুমার বিশ্বাস, খাদ্য পরিদর্শক দিপংকর বসু, খাদ্য পরিদর্শক শামিম হাসান, খাদ্য পরিদর্শক সুকান্ত সিকদার, রাইচ মিল মালিক সমিতির সভাপতি আব্দুল মান্নান ও সাধারণ সম্পাদক আমিনুর রহমান মিঠু, জেলার ওএমএস ডিলার এসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।