বাইজীদ সা’দ, টুঙ্গিপাড়াঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন সড়ক ও জনপথ বিভাগের নব নিযুক্ত প্রধান প্রকৌশলী মোঃ আবদুস সবুর।
আজ শনিবার সকালে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন এবং বঙ্গবন্ধু ও ৭৫ সালে ১৫ আগষ্ট তার পরিবারের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।
এসময় অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুশীল কুমার সাহা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান মোঃ সোলাইমান বিশ্বাস, পৌরসভার নব নির্বাচিত মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, গোপালগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ জাহিদ হোসেন, উপ বিভাগীয় প্রকৌশলী শাকিরুল ইসলাম, সমীর কুমার বণিকসহ উপ সহকারী প্রকৌশলীগণ এবং গোপালগঞ্জ সড়ক জোনের কর্মকর্তা ও কর্মচারী প্রমূখ উপস্থিত ছিলেন।