Nabadhara
ঢাকারবিবার , ১৮ জুলাই ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে কোরবানীর পশুরহাট উপচেপড়া ভিড়

MEHADI HASAN
জুলাই ১৮, ২০২১ ৯:০৪ অপরাহ্ণ
Link Copied!

শফিকুল ইসলাম সাফা, চিতলমারী: 

আসন্ন ঈদুল আযাহাকে সামনে রেখে বাগেরহাটের চিতলমারীতে জমে উঠেছে কোরবানীর পশুর হাট সেখানে উপচেপড়া ভিড় লক্ষ করা গেছে। খামারীরা নানা জাতের গরু তুলেছেন হাটে। ক্রেতারাও তাদের সামর্থ অনুযায়ী পছন্দমত গরু কিনতে শুরু করেছেন।

আজ ১৮ জুলাই রবিবার চিতলমারীর বড়বাড়িয়া কোরবানীর পশুরহাট ঘুরে দেখা গেছে, অসংখ্য গরু উঠেছে হাটে। ক্রেতাদের উপচে পড়া ভিড়। গরুর বাজার হঠাৎ চড়া হয়ে ওঠায় অনেকেই আর দেরি করতে রাজি নন। ফলে বিক্রিও হচ্ছে বেশ ভালো। যে যার মত পছন্দের গরু কিনে নিচ্ছেন। শনিবার চিতলমারী সদও পশুর হাটে বিক্রি করতে নিয়ে আসা অন্যসব গরুর মধ্যে বিদেশি জাতের ‘পাখি’ নামের একটি এড়ে গরুর দিকে নড়র পড়েছে অনেকের। পাখির দাম হেকেছে সাড়ে চার লাখ। ইতিমধ্যে ৩ লাখ টাকা দাম উঠেছে। তবে আর ৫০ হাজার টাকা দাম বাড়ালেই সেটি বিক্রি হবে।

এ সময় ‘পাখির’ মালিক উপজেলার আড়ুয়াবর্ণী গ্রামের আব্দুল শেখের সাথে কথা হলে তিনি জানান, শখ করে তার এড়ে গরুটির নাম রেখেছেন পাখি। এটি সাইওয়াল জাতের গরু। ওজন প্রায় ১৪ মন। তিনি গরুটির দাম চেয়েছেন সাড়ে চার লাখ টাকা। বাজারে দাম উঠছে তিন লাখ। সাড়ে তিন লাখ টাকা হলে তিনি এটি বিক্রি করবেন। করোনা কালিন সময়ও গরুর বাজার ভালো বলে তিনি মন্তব্য করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।