Nabadhara
ঢাকাশুক্রবার , ১৯ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

যশোর বোর্ডে একাদশে ৫৮ হাজার আসন খালি রেখেই পাঠদান শুরু

যশোর প্রতিনিধি
সেপ্টেম্বর ১৯, ২০২৫ ৭:০১ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি


২০২৫-২৬ শিক্ষাবর্ষে যশোর শিক্ষা বোর্ডের অধীনে থাকা ৫৮৯টি কলেজে একাদশ শ্রেণিতে ৫৮ হাজার ৪৪১টি আসন খালি রেখেই পাঠদান কার্যক্রম শুরু হয়েছে। ২ লাখ ২০ হাজার ১২৯টি আসনের বিপরীতে ভর্তি হয়েছে ১ লাখ ৬১ হাজার ৬৮৮ জন শিক্ষার্থী।

যশোর শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর এস এম তৌহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, ১৫ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হয়েছে। তবে বহু কলেজে মাত্র হাতে গোনা কয়েকজন শিক্ষার্থী ভর্তি হওয়ায় বিপুল সংখ্যক আসন শুন্য রয়েছে।

নিম্ন ভর্তি সংখ্যার উদাহরণ দিয়ে তিনি জানান, শেখ আব্দুল ওহাব মডেল কলেজে ২ জন, মাইজপাড়া কলেজে ১ জন, যদুনাথ স্কুল অ্যান্ড কলেজে ২ জন, খুলনা নিউজপ্রিন্ট মিলস স্কুল অ্যান্ড কলেজে ৫ জন, মির্জাপুর ইউনাইটেড কলেজে ৫৫ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে।

তিনি আরও জানান, অনেকে অনলাইন নিশ্চয়ন না করায় কিংবা পছন্দের কলেজে ভর্তির সুযোগ না পেয়ে ভর্তি হয়নি। এজন্য আসন শুন্যতা বেড়েছে। ২১ সেপ্টেম্বর থেকে চতুর্থ ধাপের অনলাইন ভর্তির আবেদন ও নিশ্চয়ন শুরু হবে। এ ধাপে বাদ পড়া শিক্ষার্থীরা ভর্তি হলে ফাঁকা আসন অনেকটাই পূরণ হবে বলে আশা করছেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।