Nabadhara
ঢাকারবিবার , ২১ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কালাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পশু চিকিৎসকের মৃত্যু

 কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
সেপ্টেম্বর ২১, ২০২৫ ৫:৪০ অপরাহ্ণ
Link Copied!

 কালাই (জয়পুরহাট) প্রতিনিধি


জয়পুরহাটের কালাই উপজেলার পুনট ইউনিয়নের নান্দাইলদীঘি গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুর রহিম (৩৫) নামে এক খামারভিত্তিক পশু চিকিৎসকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহিম ছিলেন ওই গ্রামের স্থায়ী বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয়ভাবে গরু ও অন্যান্য গবাদিপশুর চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয়রা জানান, দুপুরের দিকে বাড়ির বিদ্যুৎ লাইনে ত্রুটি দেখা দিলে রহিম নিজেই তা মেরামতের চেষ্টা করেন। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। সঙ্গে সঙ্গে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নান্দাইলদীঘি গ্রামের একাধিক বাসিন্দা বলেন, “রহিম ভাই খুব ভালো মানুষ ছিলেন। সবসময় মানুষের পাশে থাকতেন, গরু-ছাগলের চিকিৎসায় তার বিকল্প ছিল না। তার মৃত্যু আমাদের জন্য বড় ক্ষতি।”

এ ব্যাপারে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন জানান, “নান্দাইলদীঘি গ্রামে একজন ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন, আমরা বিষয়টি নিশ্চিত হয়েছি।”

উল্লেখ্য, আব্দুর রহিম একজন সদালাপী, পরিশ্রমী এবং এলাকাবাসীর কাছে অত্যন্ত জনপ্রিয় একজন ব্যক্তি ছিলেন। তার মৃত্যুতে পরিবার, প্রতিবেশী এবং পশু খামারিরা গভীর শোক প্রকাশ করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।