পিরোজপুর জেলা প্রতিনিধিঃ
পিরোজপুরের নাজিরপুরে ২ দিনের প্রবল বর্ষনে ও জোয়ারে পানি বৃদ্ধির ফলে নিম্নঞ্চল প্লাবিত হয়েছে।এর মধ্যে মুজিব শতবর্ষ উপলক্ষ্যে প্রধান মন্ত্রীর দেয়া আশ্রয়ন প্রকল্প এলাকাগুলো প্লাবিত হয়েছে।নিচু এলাকায় প্রকল্প গুলো বাস্তবায়ন করা হয়েছে বলে ভুক্তভোগীদের অভিযোগ। জোয়ারের সময় পরিস্থিতি আরো অবনতি হচ্ছে।আর তাতেই গ্রামীন জনজীবন বিপর্যস্থ হয়ে পড়েছে।
অবিরাম বৃষ্টিপাত ও জোয়ারের পানিতে সাচিয়া,পুর্ব কাঠালিয়া,খেজুরতলা ,সাতকাছিমা,নতুনরাস্তা সহ বিভিন্ন স্থানে বাস্তবায়িত আশ্রয়ন প্রকল্পগুলো প্লাবিত হয়েছে। পুর্ব কাঠালিয়া আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা মাকছুদা বেগম নবধারা কে বলেন ,সামান্য জোয়ারের পানিতে এখানে প্লাবিত হয়ে যায়। ঘরগুলো নিম্নঞ্চলর এবং পরিবেশ খারাপ হওয়ায় এখানে ১৮ টি ঘরের মাত্র ২ টি ঘরে আমরা দু পরিবার বাস করি।এ ছাড়া উপজেলার নিম্নঞ্চল দেউলবাড়ী,বিলডুমরিয়া,পদ্মডুবি, গাওঁখালী,মুগারঝোড়,বৈঠাকাটা,মা লিখালি সহ বিভিন্ন অঞ্চলের মানুষ পানিবন্দী হয়ে চরম দুর্ভোগে পড়েছে। ঘরবাড়ি,মাছের ঘের, চলাচলের রাস্তা প্লাবিত হয়েছে। ভেসে গেছে অসংখ্য পুকুরের মাছ। ডুবে গেছে ফসলের মাঠ ও বীজতলা। মহামারী করোনার কারনে লকডাউনের এ সময় দুর্যোগ র্পূন আবহাওয়ায় খেটে খাওয়া মানুষের দুর্ভোগ অর্বননীয় অবস্থায় পৌছেছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।