খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের খানসামা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হয়েছে।
রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে পাকেরহাটে এক বর্ণাঢ্য র্যালি শেষে উপজেলা বিএনপির পার্টি অফিসে কেক কাটা এবং আলোচনা সভার আয়োজন করা হয়। এতে দলীয় নেতাকর্মী ও স্থানীয় তরুণদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
অনুষ্ঠানে উপজেলা তরুণ দলের আহ্বায়ক আবু রাশেদের সভাপতিত্বে এবং খামারপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি সোহাগ ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক লোকমান হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য সচিব ওবায়দুল রহমান মুন্সি, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিজান, তরুণ দলের যুগ্ম আহ্বায়ক মো. হুমায়ুন রশিদ বাদশা, তহিদুল ইসলাম, রবিউল ইসলাম, ইশতিয়াক আহমেদ প্লাবন, রুবেলসহ আরও অনেকে।
আলোচনা সভায় বক্তারা তরুণ দলের ইতিহাস, রাজনৈতিক সংগ্রাম ও বর্তমান প্রেক্ষাপটে তরুণদের করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা তুলে ধরেন। বক্তারা বলেন, “তরুণ দল বিএনপির অগ্রভাগের সৈনিক হিসেবে সব আন্দোলন-সংগ্রামে বলিষ্ঠ ভূমিকা রেখে আসছে। ভবিষ্যতেও এ ভূমিকা আরও সুসংগঠিত হবে।”
অনুষ্ঠানটি কেক কাটা, সংক্ষিপ্ত সাংস্কৃতিক পরিবেশনা ও এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে শেষ হয়।