Nabadhara
ঢাকারবিবার , ২১ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় আহত ও নিহত পরিবারবর্গের মাঝে চেক বিতরণ

ফরিদপুর প্রতিনিধি
সেপ্টেম্বর ২১, ২০২৫ ১০:৪০ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর জেলায় সড়ক দুর্ঘটনায় আহত ও নিহত পরিবারবর্গের অনুকূলে বিআরটিএ ট্রাস্টি বোর্ড কর্তৃক মঞ্জুরীকৃত চেক বিতরণ করা হয়েছে। রবিবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বিআরটিএ’র আয়োজনে এই চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএ’র চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ। তিনি বলেন, ২০২২ সাল থেকে সারা দেশে সড়ক দুর্ঘটনায় আহত ও নিহত পরিবারবর্গের মধ্যে অনুদান প্রদান করা হচ্ছে। এই ট্রাস্টি বোর্ড গঠন করা হয়েছে অসহায় ও দুঃস্থদের সহায়তার জন্য। বর্তমানে এই খাতে ব্যাংকে রয়েছে প্রায় ৩ শত ৭ কোটি টাকা।

চেয়ারম্যান আরও জানান, সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালে পরিবারকে ৫ লাখ টাকা এবং আহত হলে ৩ লাখ টাকা প্রদান করা হয়। রাস্তায় শৃঙ্খলা রক্ষায় তারা বদ্ধপরিকর। ফরিদপুরে এর আগেও ২ কোটি টাকা বিতরণ করা হয়েছে। রবিবার দুর্ঘটনায় আহত ও নিহত পরিবারের মাঝে আরও ২৫ লাখ টাকা বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিআরটিএ’র পরিচালক ইঞ্জিনিয়ার শফিকুজ্জামান ভুঁইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক মিন্টু বিশ্বাস, ফরিদপুর বিআরটিএ’র সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ নাসির উদ্দিন, মোটরযান পরিদর্শক মোঃ জাফর হাসান, জেলা ট্রাক মালিক সমিতির শাহিন চৌধুরী সহ সড়ক দুর্ঘটনায় আহত ও নিহত পরিবারের সদস্যরা।

পরবর্তীতে চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন নিহত ৫টি পরিবারকে প্রতি পরিবারে ৫ লাখ টাকার মোট ২৫ লাখ টাকার চেক তুলে দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।