পিরোজপুর জেলা প্রতিনিধিঃ
স্বরূপকাঠিতে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ শিল্পী বেগম (৩৮) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে নেছারাবাদ থানা পুলিশ শুক্রবার বেলা ২ টার দিকে স্বরূপকাঠি পৌর সভার ১ নং ওয়ার্ডে অভিযান চালিয়ে তাকে আটক করে। নারী পুলিশ সদস্যরা তার দেহ তল্লাশী করে। এ সময় তার শরীরের সাথে থাকা ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
নেছারাবাদ থানার ওসি আবির মোহাম্মদ হোসেন নবধারা কে বলেন, এ ব্যাপারে থানায় মাদক নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা দায়ের শেষে শনিবার আসামিকে পিরোজপুর কোর্টে পাঠানো হবে। শিল্পী স্বরূপকাঠি পৌরসভার ১ নং ওয়ার্ডের মো. আনোয়ার হোসেনের স্ত্রী । দীর্ঘ দিন ধরে সে মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।