স্টাফ রিপোর্টার, চিতলমারীঃ
বাগেরহাটের চিতলমারীতে সামাজিক কর্মকাণ্ডে যুবকদের ভূমিকা ও সচেতনতা মূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকাল ১১ টায় উপজেলা যুব উন্নয়ন আফিসের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ সোহরাব হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফুল আলম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খান, সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান এস, এম, মাহাতাবুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান সাবেরা কামাল স্বপ্না, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ নিজাম উদ্দিন সহ যুবক ও যুব মহিলা প্রশিক্ষনার্থীরা।