মোঃ জিহাদুল ইসলাম, নড়াইলঃ
নড়াইলের কালিয়ায় সামাজিক বনায়নের গাছ বিক্রির লভ্যাংশের টাকা থেকে উপকার ভোগীদের লভ্যাংশের চেক প্রদান করা হয়।
৩ আগষ্ট (মঙ্গলবার) সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপকার ভোগীদের হাতে ২০ হাজার ৪৩৯ টাকার চেক হস্তান্তর করেন ইউএনও মো. আরিফুল ইসলাম।
উপজেলার কালিয়া বাসষ্টান্ড থেকে বারইপাড়া পর্যন্ত সড়কের ৩২ জন উপকার ভোগীকে ওই চেক প্রদান করা হয়।
চেক প্রদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা বনকর্মকর্তা এসকে আব্দুর রশীদ, উপজেলা বনায়ন কর্মকর্তা মো. আমজাদ হোসেনসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।