মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর জেলার সহকারী পুলিশ সুপার (বিরামপুর সার্কেল) জনাব মোঃ মঞ্জুরুল ইসলাম বদলি জনিত কারণে বিদায় নিচ্ছেন। তার সম্মানে ২৮ সেপ্টেম্বর ২০২৫ খ্রি. দিনাজপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত হলো এক আবেগঘন বিদায়ী সংবর্ধনা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মারুফাত হুসাইন। তিনি বিদায়ী কর্মকর্তার কর্মদক্ষতা, সততা ও নিষ্ঠার প্রশংসা করতে গিয়ে আবেগভরে বলেন,
“জনাব মঞ্জুরুল ইসলাম শুধু একজন দক্ষ কর্মকর্তা নন, তিনি সততা ও মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তার দায়িত্ব পালনের আন্তরিকতা আমাদের সবার জন্য অনুকরণীয় হয়ে থাকবে।”
সভায় বিদায়ী সহকারী পুলিশ সুপারের কর্মজীবনের স্মৃতি স্মরণ করতে গিয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। সহকর্মীদের চোখে ভেসে ওঠে একসাথে দায়িত্ব পালনের স্মৃতি, আর হৃদয়ে জমে ওঠে বিদায়ের কষ্ট।
পরে পুলিশ সুপার মহোদয় দিনাজপুর জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন। এ সময় পুরো হলরুমে সৃষ্টি হয় আবেগঘন পরিবেশ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোঃ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব সিফাত-ই-রাব্বান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ আব্দুল হালিমসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
বিদায়ী সংবর্ধনার শেষ পর্যায়ে সহকর্মী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা জনাব মঞ্জুরুল ইসলামের আগামী কর্মস্থলে সর্বাঙ্গীন সফলতা কামনা করেন এবং তার অবদানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।