বাইজীদ সা’দ, টুঙ্গিপাড়াঃ
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী টুঙ্গিপাড়া উপজেলা শাখা সংসদের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
আজ সোমবার বিকেলে জাতির পিতা বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত পাটগাতী লঞ্চঘাটের মুক্ত মঞ্চে উদীচী টুঙ্গিপাড়া শাখার সহ-সভাপতি তপন মন্ডলের সভাপতিত্বে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
এ সাধারণ সভায় মেহেদী হাসানকে আহবায়ক এবং টুঙ্গিপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী জোনাকি ও অভিজিৎ কুমার সাহা কে যুগ্ন আহবায়ক করে ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
এ সময় উদীচী গোপালগঞ্জ জেলা সংসদের সভাপতি নাজমুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা হরেন্দ্র নাথ মন্ডল, টুঙ্গিপাড়া শাখার সাধারণ সম্পাদক কবিতা হক, চারুশিল্পী কামরুজ্জামান সাগর, কন্ঠ শিল্পী বাবু বিশ্বাস, নীতু বালা প্রমূখ উপস্থিত ছিলেন।