স্টাফ রিপোর্টার, চিতলমারীঃ
বাগেরহাটের চিতলমারীতে এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ষড়যন্ত্র মুলক মামলার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ হয়েছে। উপজেলার ১ নং বড়বাড়িয়া ইউনিয়নের চেয়াম্যান মাসুদ সর্দারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ধর্ষণ চেষ্টা মামলার প্রতিবাদে বিক্ষোভ করেছেন ওই ইউনিয়নের সহস্রাধিক ব্যক্তি। উক্ত মামলায় উপজেলা ব্যাপী নিন্দার ঝড় বয়ে যাচ্ছে।
আজ মঙ্গলবার দুপুর ১ টার দিকে চিতলমারী উপজেলা পরিষদ চত্বরে এ বিক্ষোভ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এ সময় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খান, সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়, মাওলানা মুফতি সাকাওয়াত হোসেন, কলেজ শিক্ষক ওসমান ফকির, আওয়ামী লীগ নেতা সেলিম রেজা, যুবলীগ নেতা নূর ইসলাম শিকদার প্রমুখ।
এ সময় বক্তরা ষড়যন্ত্রমূলক এই ধর্ষণ চেষ্টা মামলার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে এ মামলা প্রত্যাহারের দাবী জানান।
এ ব্যাপারে বড়বাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাসুদ সর্দার বলেন, “আমার সুনাম-সুখ্যাতিতে ঈর্ষান্বিত হয়ে কতিপর অসাধু ব্যক্তি বড়গুণির এক স্কুল ছাত্রীর বাবাকে টাকা-পয়সা দিয়ে এই ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়ের করিয়েছেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমার ব্যাপক জন-সমর্থন থাকায় প্রতিপক্ষরা আমাকে সামাজিক ও রাজনৈতিক ভাবে হেয়-প্রতিপন্ন করতে বিভিন্ন ভাবে অপঃপ্রচার চালাচ্ছে।”
প্রসঙ্গত, গত ১১ জানুয়ারি বাগেরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল -১ আদালতে ৭ম শ্রেনীর স্কুল পড়ুয়া মেয়েকে ধর্ষণ চেষ্টারঅভিযোগে ওই স্কুল ছাত্রীর বাবা বাদী হয়ে মামলা দায়ের করেণ।