Nabadhara
ঢাকাশনিবার , ৪ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনি প্রেসক্লাবের নির্বাচনী তফসিল ঘোষণা: ৫ নভেম্বর ভোট গ্রহণ

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
অক্টোবর ৪, ২০২৫ ৯:২৬ অপরাহ্ণ
Link Copied!

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি

আশাশুনি প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে। শনিবার সকালে ক্লাব কার্যালয়ে প্রেসক্লাবের সভাপতি জি এম আল ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় আনুষ্ঠানিকভাবে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়।

সাধারণ সম্পাদক এসকে হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি জি এম মুজিবুর রহমান, এস এম আহসান হাবীব, সিনিয়র সহ-সভাপতি আব্দুল আলীম, আলী নেওয়াজ, সাংগঠনিক সম্পাদক প্রভাষক আশিকুজ্জামান আশিক, শিক্ষক সুব্রত দাশ, হাসান ইকবাল মামুন, রাবিদ মাহমুদ চঞ্চল, ইসমাইল হোসেন লিংকন প্রমুখ।

সভায় ক্লাবের বিগত সময়ের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপনের পর নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ঘোষণা অনুযায়ী, আগামী ১০ অক্টোবর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এরপর ১৩ ও ১৪ অক্টোবর সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র ক্রয় করা যাবে। ১৫ অক্টোবর সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে। মনোনয়ন যাচাই-বাছাই শেষে ২০ অক্টোবর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

উল্লেখ্য, এবার সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও কোষাধ্যক্ষ—এই ছয়টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৫ নভেম্বর সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।