Nabadhara
ঢাকাশনিবার , ৪ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

শেখ হাসিনা নিজের গদি টিকিয়ে রাখতে রোহিঙ্গাদের জন্য কিছু করেননি — শামা ওবায়েদ

ফরিদপুর প্রতিনিধি
অক্টোবর ৪, ২০২৫ ৯:৫১ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি


বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু অভিযোগ করেছেন, “আওয়ামী লীগ সরকার রোহিঙ্গা সমস্যার সমাধানে কোনো কার্যকর উদ্যোগ নেয়নি বরং শেখ হাসিনা নিজের ক্ষমতা টিকিয়ে রাখতেই আন্তর্জাতিক মহলের সাথে আঁতাত করেছে।”

শনিবার সন্ধ্যায় ফরিদপুরের নগরকান্দায় উপজেলা ও পৌর ওলামা দলের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “বিএনপির শাসনামলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী খালেদা জিয়া রোহিঙ্গাদের নিজ দেশে সম্মানের সাথে ফেরত পাঠানোর ব্যবস্থা করেছিলেন। কিন্তু আওয়ামী লীগ সরকারের সময় এই সমস্যার কোনো সমাধান হয়নি। আমি পরিষ্কারভাবে বলতে চাই, বিএনপি ক্ষমতায় এলে রোহিঙ্গা সমস্যা সমাধান করা হবে।”

গণতন্ত্র পুনরুদ্ধারে আলেম সমাজের ভূমিকার কথা উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, “আলেম সমাজ অতীতেও জনগণের অধিকার আদায়ে অগ্রণী ভূমিকা রেখেছেন। বর্তমান সময়েও তাদের ঐক্যবদ্ধ ভূমিকা অত্যন্ত জরুরি।”

নগরকান্দা উপজেলা ও পৌর ওলামা দলের উদ্যোগে আয়োজিত এ কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন ফরিদপুর জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা মো. দেলোয়ার হোসেন জিল্লু এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মাওলানা মো. ইসলাম মোল্লা।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খন্দকার ফজলুল হক টুলু, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সম্মেলন শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।