যশোর প্রতিনিধি
যশোরে বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ উপলক্ষে জেলা পর্যায়ে সাতজন গুণী শিক্ষককে সম্মাননা প্রদান করা হয়েছে। রোববার (৫ অক্টোবর) যশোর জিলা স্কুল অডিটোরিয়ামে আয়োজিত এক আলোচনা সভা শেষে এই সম্মাননা প্রদান করা হয়।
সম্মাননাপ্রাপ্ত শিক্ষকেরা হলেন—
শার্শার বাগুড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাদিজা খাতুন,
সদরের পাঁচবাড়িয়া-বালিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুলতানা রাজিয়া,
আলহাজ মতিউর রহমান মহিলা ফাজিল মাদ্রাসার ইবতেদায়ী বিভাগের মৌলভী ফারুক আহম্মদ,
যশোর শিক্ষাবোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক পারভীনা খাতুন,
শার্শার ধান্যখোলা ডিএস দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক বুলবুল হোসেন,
যশোর ক্যান্টনমেন্ট কলেজের সহযোগী অধ্যাপক ড. এস. এম. তাজউদ্দিন এবং
আলহাজ মতিউর রহমান মহিলা ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক বি. এম. মাসুদ পারভেজ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক মো. আজহারুল ইসলাম। তিনি গুণী শিক্ষকদের হাতে সম্মাননা সনদপত্র তুলে দেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুম বিল্লাহ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন। আরও বক্তব্য রাখেন যশোর শিক্ষাবোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ আব্দুল হান্নান, আদর্শ শিক্ষক ফেডারেশনের জেলা সভাপতি অধ্যক্ষ আবুল হাশিম রেজা, শিক্ষক-কর্মচারি ঐক্যজোটের ভারপ্রাপ্ত সভাপতি মকবুল হোসেন, যশোর জিলা স্কুলের প্রধান শিক্ষক জয়নাল আবেদিন, এমএসটিপি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ খায়রুল আনাম, হামিদপুর দাখিল মাদ্রাসার সুপার একেএম মঈনউদ্দিন, যশোর মিউনিসিপ্যাল প্রিপারেটরি স্কুলের প্রধান শিক্ষক আব্দুস সবুর খান, যশোর জিলা স্কুলের সহকারী প্রধান শিক্ষক জামাল হোসেন এবং পুলেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফ হাসান।
জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, “শিক্ষকরা জাতি গঠনের কারিগর। কিন্তু আজকাল তাঁদের প্রাপ্য সম্মান ও মর্যাদা অনেকটাই কমে গেছে। এই অবস্থান পুনরুদ্ধারে পরিবার ও সমাজকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।”