Nabadhara
ঢাকারবিবার , ৫ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

যশোরে শিক্ষকদের সংবাদ সম্মেলন: পদোন্নতির জট ও প্রশাসনিক দুর্বলতা দূরীকরণসহ পাঁচ দফা দাবি

যশোর প্রতিনিধি
অক্টোবর ৫, ২০২৫ ৮:৫৮ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

পদোন্নতির জট, প্রশাসনিক দুর্বলতা ও দীর্ঘদিনের বৈষম্য দূরীকরণের দাবিতে সংবাদ সম্মেলন করেছে যশোরের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। বাংলাদেশ সরকারি মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক সমিতির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার (৫ অক্টোবর) দুপুরে যশোর জিলা স্কুল মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে জেলার সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।

 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন যশোর জিলা স্কুলের সহকারী প্রধান শিক্ষক জামাল উদ্দীন। তিনি বলেন, “আমরা আজ শিক্ষক দিবসে ফুল নিতে আসিনি, এসেছি আমাদের ন্যায্য অধিকার ফেরত পেতে। শিক্ষকদের বঞ্চনা দূরীকরণ ও শিক্ষার মানোন্নয়নের স্বার্থে আমরা এই পাঁচ দফা দাবি জানিয়েছি।”

 

তিনি আরও বলেন, “বৈষম্যবিরোধী আন্দোলনের পর বর্তমান সরকার যে শিক্ষা সংস্কারের ঘোষণা দিয়েছে, আমরা আশা করি সেই প্রতিশ্রুতির ধারাবাহিকতায় মাধ্যমিক শিক্ষাব্যবস্থার কাঠামোগত উন্নয়ন হবে।”

 

শিক্ষকদের উত্থাপিত পাঁচ দফা দাবিগুলো হলো—

১. স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা,

২. সহকারী শিক্ষকদের এন্ট্রি পদ ৯ম গ্রেডে উন্নীত করে চার স্তরীয় পদসোপান প্রবর্তন,

৩. আঞ্চলিক উপপরিচালকের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা সংরক্ষণসহ মাধ্যমিক দপ্তরগুলোর স্বাতন্ত্র্য রক্ষা,

৪. বিদ্যালয় ও পরিদর্শন শাখার শূন্যপদে দ্রুত নিয়োগ, পদোন্নতি ও পদায়ন,

৫. বকেয়া সিলেকশন গ্রেড ও টাইমস্কেলের মঞ্জুরী আদেশ দ্রুত প্রদান।

 

শিক্ষকরা জানান, বর্তমানে সারাদেশে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় ১৫ হাজার শিক্ষক রয়েছেন, কিন্তু পদোন্নতির সুযোগ মাত্র ৪ শতাংশের। ফলে অনেক শিক্ষক ৩০ বছরের বেশি সময় একই পদে থেকে অবসর নিচ্ছেন, এতে পেশাগত মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে এবং শিক্ষার মানও ব্যাহত হচ্ছে।

 

তারা আরও বলেন, “শিক্ষার মানোন্নয়ন চাইলে প্রশাসনিক কাঠামোতে সংস্কার আনতেই হবে। স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর গঠিত হলে শিক্ষক ও শিক্ষার্থী উভয়েরই সুফল মিলবে।”

 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুল ইসলাম, জিলা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জয়নাল আবেদীন, মনিরামপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম তালুকদার, যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক খালিদ হোসেন প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।