দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
শিক্ষকতা পেশা : মিলিতি প্রচেষ্টার দীপ্তি’ এই প্রতিপাদ্য নিয়ে সারা দেশের ন্যায় কুষ্টিয়ার দৌলতপুরেও বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ রোববার বেলা ১১টায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল হাই সিদ্দিকীর নেতত্বে একটি র্যালি উপজেলা পরিষদ চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল হাই সিদ্দিকীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, দৌলতপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা,
দৌলতপুর মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার মো. কামাল হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ। দৌলতপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ও দৌলতপুর মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগিতায় বিশ^ শিক্ষক দিবসের র্যালি ও আলোচনা সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেয়।