সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা প্রেসক্লাবে পাঁচ সদস্যের আহবায়ক কমিটি গঠন হয়েছে। রোববার (৫ অক্টোবর) সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় উপস্থিত সাধারণ সদস্যদের মতামতের ভিত্তিতে এই কমিটি গঠন করা হয়।
কমিটির আহবায়ক হয়েছেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি জি,এম মনিরুল ইসলাম মিনি। সদস্যরা হলেন, মোঃ আব্দুল বারী, হাবিবুর রহমান হাবিব, আব্দুল গফুর সরদার ও আবু নাসের মোঃ আবু সাঈদ।
সভায় সভাপতিত্ব করেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আ,ন, ম আবু সাঈদ।
সাধারণ সম্পাদক মোঃ আব্দুল বারীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি জি,এম,মনিরুল ইসলাম মিনি, প্রেসক্লাবের সহ-সভাপতি ফারুক মাহবুবুর রহমান, অর্থ সম্পাদক শেখ মাসুদ হোসেন, দপ্তর সম্পাদক শাকিলা ইসলাম জুঁই, সদস্য আব্দুল গফুর, গোলাম সরোয়ার, আক্তারুজ্জামান বাচ্চু, আামিরুজ্জামান বাবু, সদস্য হাবিবুর রহমান হাবিব, সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল, সদস্য আমিনুর রশিদ, এস,এম রেজাউল ইসলাম, শহিদুল ইসলাম, রবিউল ইসলাম, এম শাহ আলম, আবু সাঈদ বিশ্বাস, এ,কে, এম আনিছুর রহমান, মীর আবু বকর, ফিরোজ হোসেন, মীর গোলাম মোস্তফা, আব্দুল আলীম, ইব্রাহিম খলিল, হাসানুর রহমান প্রমুখ।