Nabadhara
ঢাকারবিবার , ৫ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য আনোয়ার হোসেন বুলুর গণসংযোগ ও পথসভা

ওমর ফারুক, আত্রাই(নওগাঁ) প্রতিনিধি
অক্টোবর ৫, ২০২৫ ৮:৫৭ অপরাহ্ণ
Link Copied!

ওমর ফারুক, আত্রাই(নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার হোসেন বুলুর গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৫ অক্টোবর) উপজেলার বিভিন্ন গ্রামে গণসংযোগ শেষে তিনি এক মিছিলে নেতৃত্ব দেন। মিছিলটি উপজেলা চত্বর পরিক্রমা করে আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে সন্ধ্যা ৫টায় তিনি এক পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার হোসেন বুলু।

তিনি তার বক্তব্যে বলেন, বিএনপি দেশ ও জনগণের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য জনগণের প্রতি সমর্থন ও সহযোগিতা কামনা করেন। তিনি আরও বলেন, দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি জনগণের দোরগোড়ায় পৌঁছে দলের লক্ষ্য ও উদ্দেশ্য পৌঁছে দিতে কাজ করে যাবেন।

এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান প্রাং,
আত্রাই উপজেলা বিএনপি’র সহ-সভাপতি মো.এমদাদুল হক পিন্টু, সদস্য মো. আব্দুল হাকিম, আত্রাই উপজেলা পরিষদের সাবেক ভাইচ-চেয়ারম্যান মো. একরামুল বাড়ির রঞ্জু, রানীনগর উপজেলা বিএনপি’র সহ সভাপতি জাকির হোসেন, রানীনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহমুদুর হাসান বেলাল, রানীনগর শেরেবাংলা কলেজের ছাত্রদলের সভাপতি হুমায়ুন কবির প্রমুখ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।