আমিনুল ইসলাম, রাজশাহী প্রতিনিধি
রাজশাহীর দুর্গাপুরে সদ্য ঘোষিত বিএনপির ছয়টি ইউনিয়ন কমিটি বাতিলের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।
রোববার (৫ অক্টোবর) দুপুরে দুর্গাপুর প্রেসক্লাবে আয়োজিত এই সংবাদ সম্মেলন থেকে অভিযোগ করা হয়, অর্থের বিনিময়ে ত্যাগী ও কারানির্যাতিত নেতাদের বাদ দিয়ে পকেট কমিটি গঠন করা হয়েছে। তাই অবিলম্বে এসব কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবি জানানো হয়।
লিখিত বক্তব্যে দেলুয়াবাড়ি ইউনিয়ন বিএনপি নেতা নজরুল ইসলাম বলেন, “নবগঠিত কমিটিতে মাঠের সংগ্রামী, ত্যাগী নেতাদের বাদ দিয়ে সুবিধাভোগীদের স্থান দেওয়া হয়েছে। এতে প্রকৃত কর্মীদের মনোবল ভেঙে পড়েছে।”
তিনি আরও অভিযোগ করেন, “দুর্গাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবের প্রত্যয়নপ্রাপ্ত আ. সাত্তার অতীতে আওয়ামী প্রার্থীদের অর্থদাতা ছিলেন। তার বিরুদ্ধে ঢাকার কদমতলী থানায় মামলা চলমান রয়েছে।” নজরুলের দাবি, জেলা বিএনপির কয়েকজন নেতা অর্থের বিনিময়ে এই ছয়টি ইউনিয়ন কমিটি ঘোষণা করেছেন, যা গঠনতন্ত্রবিরোধী ও তৃণমূলের মতামতের পরিপন্থী।
নেতারা বলেন, “আমরা দলের নেতৃত্বের প্রতি শ্রদ্ধাশীল। তবে দলের ঐক্য ও শৃঙ্খলা রক্ষায় এই বিতর্কিত কমিটিগুলো দ্রুত বাতিল করতে হবে। অন্যথায় রাজপথে আন্দোলনে নামতে বাধ্য হবো।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আকবর হোসেন বাবলু, সাবেক সাধারণ সম্পাদক হাসান ফারুক ইমাম সুমন, পৌর বিএনপির সাবেক সভাপতি আ. আজিজ মন্ডল, সদস্য সচিব রেজাউল করিম হক স্বপনসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
উল্লেখ্য, গত ১৯ মে থেকে দুর্গাপুরে বিএনপির ইউনিয়ন কাউন্সিল শুরু হয়। পরে ২৮ সেপ্টেম্বর স্বাক্ষরিত ছয়টি ইউনিয়ন কমিটি গত ২ অক্টোবর মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়। এরপর থেকেই উপজেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়।