বলিউডের প্রেমের গুঞ্জন থেকে বর্তমানে ব্যক্তিগত জীবনে বিচ্ছেদের গুঞ্জন, অভিষেক বচ্চন সবসময়ই লাইমলাইটে। একসময় কারিশমা কাপুর বা রানি মুখার্জির সঙ্গে তার নাম জড়ালেও, শেষ পর্যন্ত তিনি মালা পরিয়েছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চনকে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ছোটবেলার এক মজার স্মৃতি শেয়ার করেছেন অভিষেক; যা শুনে হাসিতে ফেটে পড়েছেন সবাই। জানান, শুটিং সেটে একসময় অভিনেত্রী জিনাত আমানকে এক আজব আবদার করে বসেছিলেন অভিনেতা!
ঘটনাটি ১৯৮২ সালের। তখন অমিতাভ বচ্চন ও অভিনেত্রী জিনাত আমান জুটি বেঁধে একের পর এক হিট ছবি উপহার দিচ্ছেন। সেই সময় ‘মহান’ ছবির শুটিং চলছিল কাঠমান্ডুতে। আউটডোর শুটিং হওয়ায় অমিতাভের সঙ্গী হয়েছিলেন ছোট্ট অভিষেক বচ্চন, যার ছোটবেলা থেকেই সিনেমার প্রতি ছিল প্রবল আগ্রহ।
সেদিনের মতো শুটিং শেষ হওয়ার পর, গভীর রাত পর্যন্ত হোটেলের একটি রুমে ছবির টিমের আড্ডা চলছিল। সেখানে সোফার এক কোণায় বসে ছিলেন অভিষেক। রাত বাড়তেই যখন জিনাত আমান নিজের রুমের দিকে যেতে ওঠেন, ঠিক তখনই ছোট্ট অভিষেক তার হাত ধরে টেনে নেন।
এরপরই অভিষেক প্রশ্ন করেন, ‘তুমি কোথায় যাচ্ছ?’ জিনাত জানান যে তিনি ঘুমোতে যাচ্ছেন। সেই মুহূর্তে জুনিয়র বচ্চনের মুখে বেরিয়ে আসে সেই আজব আবদার। অভিষেক জিনাতকে সোজা বলেন, ‘তুমি আমার সঙ্গে শুয়ে পড়ো আজকে!’
ছোট্ট অভিষেকের মুখে এমন কথা শুনে অভিনেত্রী জিনাত আমান হেসে কুপোকাত হয়ে যান। তিনি জুনিয়র বচ্চনের গাল টিপে মজার ছলে জানান, ‘তুমি আগে বড় হও, তারপর!’ বহু বছর পর, সম্প্রতি এক সাক্ষাৎকারে এই মজার ঘটনাটি প্রকাশ্যে আনলেন স্বয়ং অভিষেক বচ্চন।