Nabadhara
ঢাকামঙ্গলবার , ৭ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে ইউনিয়ন যুবদলের সমাবেশ অনুষ্ঠিত

মো. এনামুল হক, পঞ্চগড় জেলা প্রতিনিধি
অক্টোবর ৭, ২০২৫ ৬:৫১ অপরাহ্ণ
Link Copied!

মো. এনামুল হক, পঞ্চগড় জেলা প্রতিনিধি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করতে এবং পঞ্চগড়-১ আসনে বিএনপি মনোনীত সম্ভাব্য প্রার্থী আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমিরের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে পঞ্চগড় সদর উপজেলার ৫নং চাকলাহাট ইউনিয়ন যুবদলের উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ অক্টোবর) রাতে রত্নীবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোঃ মনছুর আলী এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মোঃ শাহীনুর ইসলাম।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারা নির্যাতিত নেতা, পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সভাপতি ও পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মোঃ আবু দাউদ প্রধান।

সমাবেশের উদ্বোধক ছিলেন পঞ্চগড় জেলা যুবদলের সভাপতি ও কারা নির্যাতিত নেতা মোঃ ফেরদৌস ওয়াহিদ রাসেল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও পঞ্চগড় চেম্বারের পরিচালক মোঃ নুরুজ্জামান বাবু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের দপ্তর সম্পাদক মওদুদ আহমেদ, সহ-দপ্তর সম্পাদক মোঃ রুহুল আমিন, পঞ্চগড় সদর উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ বশিরুল ইসলাম, সদস্য সচিব মোঃ মনিরুজ্জামান বিদ্যুৎ, যুগ্ম আহ্বায়ক মোঃ আকিমুল ইসলাম, যুবনেতা ফরিদ হোসেন ও হায়াতুন আলম।

এছাড়া উপস্থিত ছিলেন ৫নং চাকলাহাট ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ওসমান আলী, সাধারণ সম্পাদক মোঃ নাজির হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ রবিউল ইসলামসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, “আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে সবাইকে ভেদাভেদ ভুলে একত্রিত হতে হবে। ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে ঘরে ঘরে গিয়ে জনগণের সমর্থন আদায় করতে হবে।”
তারা আরও বলেন, “সকল ষড়যন্ত্র মোকাবিলা করে বিএনপির প্রার্থীর পক্ষে দলীয়ভাবে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।