নবধারা ডেস্কঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌরসভার ভোট গ্রহণ আগামী ৩০ জানুয়ারি। প্রতিক বরাদ্দের পর শুরু হয়েছে প্রার্থীদের পোষ্টার লাগানো। নির্বাচন বিধিমালা অনুসরণ করে প্রার্থীরা তাদের পোষ্টার ঝুলিয়ে দিচ্ছেন।
এ পৌরসভার ৯ টি ওয়ার্ডের পাড়া মহল্লার সর্বত্ব পোষ্টারে পোষ্টারে ছেয়ে গেছে। আজ বিকেলে খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুলের সামনে তরুণদের পোষ্টার লাগাতে দেখা গেল। জিটি স্কুলের সামনে ও একই অবস্থা লক্ষ্য করা গেছে।
আগামী ৩০ জানুয়ারি আনন্দ উৎসব মূখর পরিবেশে নির্বাচন হতে যাচ্ছে তা অনুমান করছেন স্থানীয়রা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।