Nabadhara
ঢাকাবুধবার , ৮ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে শুরু হচ্ছে মাসব্যাপী টাইফয়েড টিকাদান কর্মসূচি: লক্ষ ৫ লাখের বেশি শিশু

নাজিম বকাউল, ফরিদপুর
অক্টোবর ৮, ২০২৫ ২:৩৯ অপরাহ্ণ
Link Copied!

নাজিম বকাউল, ফরিদপুর

 
টাইফয়েড জ্বরের ক্ষতিকর প্রভাব থেকে শিশুদের সুরক্ষায় ফরিদপুরে আগামী ১২ অক্টোবর থেকে শুরু হচ্ছে মাসব্যাপী টাইফয়েড টিকাদান কর্মসূচি। চলবে ১৩ নভেম্বর পর্যন্ত। এই কর্মসূচির আওতায় জেলার ১ থেকে ১৫ বছর বয়সী ৫ লাখ ২৭ হাজার ৯৮৮ জন শিশুকে বিনামূল্যে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এ উপলক্ষে বুধবার দুপুরে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে এক সাংবাদিক অবহিতকরণ সভার আয়োজন করা হয়। সভায় টাইফয়েড জ্বর, এর ভয়াবহতা এবং শিশুদের ওপর এর প্রভাব নিয়ে আলোচনা করা হয়।

ফরিদপুর জেলার ৯টি উপজেলায় একযোগে এই কর্মসূচি বাস্তবায়ন করবে স্বাস্থ্য বিভাগ। শিশুদের সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করতে সকল অভিভাবকদের নির্ধারিত টিকাদান কেন্দ্রে গিয়ে সন্তানদের টিকা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

সভার সভাপতিত্ব করেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা। এসময় উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, ইউনিসেফের বরিশাল বিভাগীয় প্রধান আনোয়ার হোসেন, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।

সভায় বক্তারা বলেন, “টাইফয়েড একটি প্রতিরোধযোগ্য ব্যাধি। সময়মতো টিকা দেওয়া হলে এই রোগ থেকে শিশুদের সম্পূর্ণ সুরক্ষা দেওয়া সম্ভব। তাই অভিভাবকদের সচেতন হয়ে টিকাদান কেন্দ্রে উপস্থিত হওয়া জরুরি।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।