মো.এনামুল হক, পঞ্চগড়
পঞ্চগড়ের সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের গলেহা স্কুল মাঠে শহীদ জিয়া স্মৃতি সংসদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) বিকেলে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের একান্ত সচিব ও পঞ্চগড় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মজিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় সদর উপজেলা বিএনপির নির্বাচিত সভাপতি মো. আবু দাউদ প্রধান ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান বাবু।
অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য জাকিরুল ইসলাম সবুজ, জেলা ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক শাহিনুর রহমান সাজ্জাদ, যুবনেতা রাজিউর রহমান রাজু, ৪নং কামাত কাজলদিঘী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. তোফায়েল প্রধান, ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আমিনার রহমানসহ ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে এ আর রহমান ফুটবল একাডেমি, নীলফামারী বনাম দিনাজপুর ফুটবল একাডেমি, দিনাজপুর।
অনুষ্ঠানে বক্তারা বলেন, যুব সমাজকে মাদক, জুয়া ও অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তারা বলেন, “খেলাধুলার মধ্য দিয়ে শারীরিক ও মানসিক বিকাশ ঘটে, গড়ে ওঠে একটি সুস্থ সমাজ। তরুণরাই ভবিষ্যতের নেতৃত্ব দেবে, তাই তাদের সঠিক পথে এগিয়ে নিতে খেলাধুলাকে উৎসাহিত করতে হবে।”
বক্তারা আরও বলেন, “গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা আজ হারিয়ে যেতে বসেছে। নতুন প্রজন্ম এসব খেলার সঙ্গে পরিচিত নয়। ঐতিহ্য রক্ষায় আমাদের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।”
উদ্বোধনী অনুষ্ঠান শেষে খেলাটি উপভোগ করেন শত শত ক্রীড়ামোদী দর্শক।