Nabadhara
ঢাকাবুধবার , ৮ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বিরামপুরে কন্যাশিশু দিবস পালিত

মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি
অক্টোবর ৮, ২০২৫ ৮:৩৯ অপরাহ্ণ
Link Copied!

মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি

“আমি কন্যাশিশু, স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি” এই প্রতিপাদ্য নিয়ে দিনাজপুরের বিরামপুরে উদযাপিত হয়েছে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৫।
বুধবার (৮ অক্টোবর) বিকেল ৩টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজ নাজিয়া নওরীন এবং সঞ্চালনা করেন উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আসমা বানু।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা সালমা আক্তার সুমি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোশাররাত জাহান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুনা লায়লা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল আউয়াল, উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সহকারী প্রোগ্রামার পাপিয়া নাসরিন ও পল্লী উন্নয়ন কর্মকর্তা লুৎফর রহমান।

আলোচনা সভায় বক্তারা বলেন, কন্যাশিশুদের নিরাপত্তা, শিক্ষা ও সমান অধিকারের বিষয়ে পরিবার থেকেই সচেতনতা গড়ে তোলা জরুরি। সমাজে নারীর প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি না হলে কন্যাশিশুর ক্ষমতায়ন সম্ভব নয়।

পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পরিবেশনায় কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি হয়।

এ উপলক্ষে সচেতন মহল মতামত জানিয়ে বলেন, ভবিষ্যতে শিক্ষা প্রতিষ্ঠানে অভিভাবক ও শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে কন্যাশিশু দিবস উদযাপন করা হলে সচেতনতা আরও বৃদ্ধি পাবে। তাদের প্রত্যাশা একদিন হয়তো সমাজ এমনভাবে সচেতন হবে, যখন আলাদা করে আর ‘কন্যাশিশু দিবস’ পালন করার প্রয়োজনই থাকবে না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।