জাহিদুল ইসলাম রিফাত, জবি প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের বিশেষ বৃত্তি প্রদানের জন্য তথ্য চেয়ে বিজ্ঞাপ্তি প্রকাশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন। আজ বুধবার (০৮ অক্টোবর) অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এতদ্বারা সংশ্লিষ্ট সকল শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থ কমিটিতে ‘বিশেষ বৃত্তি নীতিমালা’ পাস হয়েছে। শিক্ষার্থীরা https://scholarship.jnu.ac.bd লিংকে প্রবেশ করে সংযুক্ত ফরম অনুযায়ী তথ্য পূরণ করে আগামী ০৯ অক্টোবর থেকে ২৩শে অক্টোবর তারিখের মধ্যে উক্ত বৃত্তির জন্য আবেদন করতে পারবে।
কোন বর্ষের শিক্ষার্থীরা বিশেষ বৃত্তি পাবে এ বিষয়ে জানতে চাওয়া হলে প্রক্টর তাজাম্মুল হক বলেন, বিশ্ববিদ্যালয়ের চলমান শিক্ষার্থী যারা আছে তারা বিশেষ বৃত্তির আওতাধীন থাকবে। এই হিসেবে ১ জুলাই ২০২৫ পর্যন্ত যাদের ছাত্রত্ব ছিলো তারা বিশেষ বৃত্তি পাবে।
আস সুন্নাহ এবং নারী হলের শিক্ষার্থীরা বিশেষ বৃত্তি পাবে কিনা সে বিষয়ে জানতে চাওয়া হলে প্রক্টর তাজাম্মুল হক বলেন, আস সুন্নাহ হল এবং ফয়জুন্নেসা মুজিব হলের শিক্ষার্থীদের আবেদন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সব বিবেচনা করে সিদ্ধান্ত নিবে কাকে কাকে বিশেষ বৃত্তি দেওয়া হবে।