স্টাফ রিপোর্টার, চিতলমারীঃ
বাগেরহাটের চিতলমারীতে মুজিববর্ষে কোভিড- ১৯ এর স্বাস্থ্যবিধি অনুসরণ করে উপজেলা পর্যায়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে খাদ্যের নিরাপত্তা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জেলা নিরাপদতা খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগীতায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফুল আলমের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল,বিশেষ অতিথি উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা মো: মামুন হাসান, সহকারী কমিশনার ( ভূমি) জান্নাতুল আফরোজ স্বর্ণা, ওসি মীর শরিফুল হক, কৃষি কর্মকর্তা ঋতু রাজ সরকার, সিনিয়র মৎস্য কর্মকর্তা এস,এম জিল্লুর রহমান রিগান,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: মফিজুর রহমান, শিক্ষা কর্মকর্তা মো: আমিনুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান শেখ নিজাম উদ্দিন, চেয়ারম্যান কাজী আজমীর আলী, চেয়ারম্যান অহিদুজ্জামান কাকা মিয়া উপস্থিত ছিলেন। অনুষ্ঠান টি পরিচালনা করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো: আব্দুল্লাহ আল মামুন ।