খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের খানসামা উপজেলায় ভিমরুলের আক্রমণে আবুল কাশেম (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) ভোররাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নিহত আবুল কাশেম উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের পূর্ব হাসিমপুর মন্ডলপাড়া গ্রামের মৃত খতিব উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যায় মানিকগঞ্জ বাজার এলাকা থেকে বাড়ি ফিরছিলেন আবুল কাশেম ও তার তিন সঙ্গী—আব্দুল কুদ্দুস, আল-আমিন ও ওবায়দুল হক। পথে রাস্তার পাশের একটি গাছে থাকা ভিমরুলের চাকে পাখি আক্রমণ করলে, ক্ষিপ্ত হয়ে একঝাঁক ভিমরুল হুল ফুটাতে শুরু করে।
সঙ্গীদের তুলনায় আবুল কাশেম সবচেয়ে বেশি আক্রান্ত হন—তার শরীরে প্রায় ১০০ থেকে ১৫০টি ভিমরুল হুল ফুটিয়ে দেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা দ্রুত তাকে খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাকে নীলফামারী সদর হাসপাতাল এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
তিনদিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর অবশেষে বৃহস্পতিবার ভোররাতে তিনি মৃত্যুবরণ করেন।
ঘটনার বিষয়ে গোয়ালডিহি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন বলেন, “ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। ভিমরুলের কামড়ে একজন মানুষের মৃত্যু—এটা আমাদের সবার জন্যই গভীর শোকের।”