রাকিব চৌধুরী, টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার সরকারি শেখ মুজিবুর রহমান কলেজে আজ বুধবার রোভার স্কাউটদের দীক্ষা এবং গত মঙ্গলবার তাঁবু জলসার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আমন্ত্রিত বক্তারা সমৃদ্ধ সমাজ গড়তে স্কাউটিংয়ের ভূমিকা নিয়ে কথা বলেন।
কলেজের অধ্যক্ষ মোঃ প্রফেসর শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ জেলা রোভার স্কাউট সম্পাদক মঞ্জুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন সরকারি বঙ্গবন্ধু কলেজের স্কাউট লিডার গোলাম মোস্তফা।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “স্কাউটিংয়ের দীক্ষা একজন শিক্ষার্থীকে মাদক, কুসংস্কার ও ধর্মান্ধতা থেকে দূরে রাখে। স্কাউটের শিক্ষা ব্যক্তির চরিত্র গড়ার পাশাপাশি পরিবার ও সমৃদ্ধ সমাজ গড়তে ভূমিকা পালন করে। তাই সমৃদ্ধ জাতি ও দেশ গড়তে প্রতিটি শিক্ষার্থীর স্কাউটিংয়ের দীক্ষা নেওয়া প্রয়োজন।”
শুভেচ্ছা বক্তব্য দেন কলেজের কৃষি শিক্ষা বিভাগের প্রধান ও রোভার স্কাউট লিডার প্রদীপ কুমার বিশ্বাস। অনুষ্ঠানে আমন্ত্রিত বক্তারা সমৃদ্ধ সমাজ গড়তে স্কাউটিংয়ের ভূমিকা নিয়ে কথা বলেন।
এসময় সরকারি শেখ মুজিবুর রহমান কলেজের অর্থনীতি বিভাগের প্রধান ঠাকুরদাস বিশ্বাস, গণিত বিভাগের প্রধান বাবর আলী মোল্লা, বাংলা বিভাগের প্রধান রসময় হালদার প্রমূখ উপস্থিত ছিলেন।