নবধারা ডেস্কঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ইসলামী ব্যাংকের নব নিযুক্ত ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মোঃ মুনিরুল মওলা।
আজ বৃহস্পতিবার বিকেলে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন এবং বঙ্গবন্ধু ও ৭৫ সালে ১৫ আগষ্ট তার পরিবারের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।
এ সময় সদ্য বিদায়ী ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মোঃ মাহাবুব উল আলম,এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ কাউছার আলী,ওমর ফারুক খান, টুঙ্গিপাড়ার সহকারী কমিশনার ভূমি দিদারুল আলম,টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ এএফএম নাসিম সহ ব্যাংকটির ডিএমডি ও ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।