বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত পাঁচ দফা দাবির বাস্তবায়নের লক্ষ্যে দিনাজপুর জেলা শাখার উদ্যোগে (১৫ অক্টোবর) মঙ্গলবার ২ টায় জেলাব্যাপী একযোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
জেলার দশটি গুরুত্বপূর্ণ স্থানে একযোগে আয়োজিত এই কর্মসূচিতে জামায়াতের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
এর মধ্যে গুরুত্বপূর্ণ স্থান লিলির মোড়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দিনাজপুর ১ আসনের সংসদ সদস্য প্রার্থী বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যাক্তি ও সমাজ সেবক জননেতা মতিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের দিনাজপুর জেলার সহকারী সেক্রেটারি ও সাংবাদিক মো: হাদিউজ্জামান হাদি, বাংলাদেশ জামায়াতে ইসলামী বীরগঞ্জ উপজেলা শাখার শুরা ও কর্মপরিষদ সদস্য যুব ও ক্রিড়া বিভাগের সভাপতি ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক দিনাজপুর জেলা উত্তরের সভাপতি মাওলানা মো আমিনুল ইসলাম, যুব বিভাগের উপজেলা সদস্য শাহিন ইসলাম, ইসলামি ছাত্রশিবিরের বীরগঞ্জ উপজেলা শাখার সম্মানিত সভাপতি নুর শাহিন ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জননেতা মোঃ মতিউর রহমান বলেন এই পাঁচ দফা কোনো রাজনৈতিক কৌশল নয়, এটি দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন। আমরা জনগণের অধিকার আদায়ের জন্য রাজপথে আছি এবং থাকব।
তিনি আরও বলেন একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, পিআর পদ্ধতিতে অবাধ নির্বাচন, রাজনৈতিক নেতাকর্মীদের মুক্তি ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য জামায়াত সংগ্রাম চালিয়ে যাবে।
এসময় অন্যান্য নেতৃবৃন্দ বলেন এই পাঁচ দফা দাবির সাথে দেশের সচেতন জনগণ একমত এবং শিগগিরই দেশের প্রতিটি অঞ্চলে এই দাবির পক্ষে গণজোয়ার সৃষ্টি হবে।