Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৬ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ঘোড়াঘাটে খামারী অ্যাপস ও রাসায়নিক সার ব্যবহারের উপর মতবিনিময় সভা

ঘোড়াঘাট(দিনাজপুর) প্রতিনিধি 
অক্টোবর ১৬, ২০২৫ ৯:৩০ অপরাহ্ণ
Link Copied!

ঘোড়াঘাট(দিনাজপুর) প্রতিনিধি 

দিনাজপুরের ঘোড়াঘাটে খামারী অ্যাপস ও রাসায়নিক সার ব্যবহারের বিষয় নিয়ে একটি মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

উপজেলা প্রশাসন ও ঘোড়াঘাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার বেলা ৩টায় উপজেলা কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন কাওছার শেখ, ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক, ওসি তদন্ত শহিদুল ইসলামসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

সভায় ঘোড়াঘাট কৃষি অফিসার রফিকুজ্জামান স্বাগত বক্তব্য দেন। আলোচনায় বক্তারা খামারী অ্যাপস ব্যবহার করে জমিতে প্রয়োজনীয় রাসায়নিক সার সঠিকভাবে ব্যবহার করতে কৃষকদের প্রতি আহ্বান জানান। এছাড়াও সময়মতো সার প্রয়োগের মাধ্যমে ফসলের ফলন বৃদ্ধি ও আধুনিক কৃষি পদ্ধতি গ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়।

 

বক্তারা জানান, প্রযুক্তির সহায়তায় কৃষি কর্মকাণ্ডে দক্ষতা বৃদ্ধি এবং ফসলের উৎপাদনশীলতা বাড়ানো সম্ভব। কৃষকরা নিয়মিতভাবে খামারী অ্যাপস ব্যবহার করলে সঠিক পরামর্শ পেয়ে সার ব্যবহার ও চাষাবাদের পরিকল্পনা আরও ফলপ্রসূ করতে পারবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।