জবি প্রতিনিধি
দীর্ঘ সাত বছর পর নতুন উদ্যমে যাত্রা শুরু করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ ডিবেটিং ক্লাব। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় বিভাগের প্রধান মডারেটর অধ্যাপক ড. মো. মিরাজ হোসেনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ক্লাবটির নতুন কমিটি ঘোষণা করা হয়।
ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. মিলন হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. কাইফ।
নবগঠিত কমিটিতে সহ-সভাপতি পদে রয়েছেন ২০২১-২২ শিক্ষাবর্ষের মারুফ আহম্মেদ বাঁধন ও রাকিবুল হাসান। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন ২০২২-২৩ শিক্ষাবর্ষের মো. ওসমান গাজী, কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন একই ব্যাচের এ কে এম আবদুল্লাহ।
ডিজিটাল কমিউনিকেশন সম্পাদক হয়েছেন ২০২২-২৩ শিক্ষাবর্ষের মো. শাহীনুর রহমান তাহসিন, দপ্তর সম্পাদক মো. সাকিল (২০২৩-২৪), পাবলিক রিলেশন সম্পাদক আলসিফাতী ইহাম (২০২৩-২৪) এবং ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক মো. ওয়াসিফ আহমেদ রিয়ন (২০২৩-২৪)।
এছাড়া সদস্য পদে নির্বাচিত হয়েছেন —
১ নং সদস্য: শামান্তা ইসলাম দোলা (২০২১-২১),
২ নং সদস্য: গাজী আবদুল্লা রাইয়ান (২০২৩-২৪),
৩ নং সদস্য: হাবিবুর রহমান শুভ (২০২৩-২৪),
৪ নং সদস্য: অভিপ্সা দাস (২০২৪-২৫) এবং
৫ নং সদস্য: মাহিমা শশী (২০২৪-২৫)।