রাজশাহী প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ২৩টি পদের মধ্যে মাত্র একটি পদে জয় পেয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল–সমর্থিত প্যানেল।
ছাত্রদলের একমাত্র বিজয় এসেছে ক্রীড়া সম্পাদক পদে, যেখানে জাতীয় নারী ফুটবল দলের সদস্য মোছাঃ নার্গিস খাতুন নির্বাচিত হয়েছেন। তিনি ছাত্রদল–সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন।
শুক্রবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন।
রাকসুর এবারের নির্বাচনে ইসলামী ছাত্র শিবির–সমর্থিত প্যানেল বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেও, ছাত্রদল–সমর্থিত প্যানেলের জন্য নার্গিস খাতুনের জয়কে একমাত্র সান্ত্বনা হিসেবেই দেখা হচ্ছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।