মো.ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের বিরামপুর সীমান্ত এলাকা থেকে বরিশাল ও বরগুনার দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাত আটটার দিকে উপজেলার ১ নম্বর মুকুন্দপুর ইউনিয়নের ভেলারপাড়া এলাকার হাবিবপুর কেটরা পাকা সড়কের ওপর থেকে তাঁদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন বরিশালের উজিরপুর উপজেলার ৪ নম্বর ওটরা ইউনিয়নের কেশবকাঠি গ্রামের বাসিন্দা হাফিজুর রহমান ওরফে ইকবাল (৫৭) এবং বরগুনা পৌরসভার চর কলোনি মহল্লার বাসিন্দা মাহমুদুল আজাদ ওরফে রিপন (৪৮)। হাফিজুর রহমান উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। অপরদিকে মাহমুদুল আজাদ বরগুনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার দুই নেতা ঢাকার রমনা থানায় চলতি বছরের সেপ্টেম্বর মাসে দায়ের করা একটি রাষ্ট্রদ্রোহ মামলার আসামি। এছাড়া তাঁরা নিজ নিজ থানায় দুটি করে পৃথক মামলারও পলাতক আসামি।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, রাতের দিকে ভেলারপাড়া গ্রামে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় স্থানীয় কয়েকজন যুবক বিষয়টি বিরামপুর থানা পুলিশকে জানায়। পরে থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাঁদের আটক করে থানায় নিয়ে আসে।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, গ্রেপ্তার দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলাসহ একাধিক মামলা রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁরা সীমান্ত এলাকা দিয়ে ভারতে পালানোর চেষ্টা করছিলেন। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পরামর্শক্রমে শুক্রবার (১৮ অক্টোবর) দুপুরে তাঁদের দিনাজপুর আদালতে পাঠানো হবে।