জি. এম. মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)
সাতক্ষীরার আশাশুনি উপজেলার ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে অনুষ্ঠিত ২০২৪ সালের এইচএসসি, আলিম ও বিএম শাখার পরীক্ষায় মোট ১১১৮ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। সর্বমোট পরীক্ষার্থী ছিল ২০২১ জন, এর মধ্যে ফেল করেছে ৯০৩ জন। জিপিএ-৫ (এ+) পেয়েছে ৪৭ জন।
কলেজ পর্যায়ে:
উপজেলার ১০টি কলেজ থেকে অংশ নিয়েছে ১৬৮৩ শিক্ষার্থী। পাস করেছে ৮১৫ জন, ফেল করেছে ৮৬৮ জন এবং জিপিএ-৫ পেয়েছে ২৮ জন।
- আশাশুনি সরকারি কলেজ: পরীক্ষার্থী ৩৮২, পাস ২৩২, ফেল ১৫০, এ+ ১
- আশাশুনি মহিলা কলেজ: পরীক্ষার্থী ৪৪, পাস ৩৫, ফেল ৯
- আনুলিয়া প্রতাপনগর শ্রীউলা ডিগ্রি কলেজ: পরীক্ষার্থী ১৯২, পাস ১০৪, ফেল ৮৮, এ+ ৩
- হাজী জালাল উদ্দীন আদর্শ কলেজ: পরীক্ষার্থী ৮০, পাস ৬৯, ফেল ১১, এ+ ২
- মৌলভী আব্দুল লতিফ কলেজ: পরীক্ষার্থী ১৮৮, পাস ৫৭, ফেল ১৩১
- বুধহাটা মহিলা কলেজ: পরীক্ষার্থী ২, পাস ১, ফেল ১
- সুন্দরবন টেকনিকাল অ্যান্ড বিজনেস কলেজ: পরীক্ষার্থী ১৭, পাস ১১, ফেল ৬
- বুধহাটা বাহাদুরপুর ভূবন মোহন কলেজিয়েট স্কুল: পরীক্ষার্থী ৯১, পাস ৬৯, ফেল ২২, এ+ ১
- দরগাহপুর শ্রীধরপুর খাসবাগান রামনগর স্কুল অ্যান্ড কলেজ: পরীক্ষার্থী ৪৫৬, পাস ১৭৪, ফেল ২৮২, এ+ ১০
- বড়দল আফতাব উদ্দীন কলেজিয়েট স্কুল: পরীক্ষার্থী ২৩১, পাস ৬৩, ফেল ১৬৮, এ+ ১
আলিম পর্যায়ে:
৮টি মাদ্রাসা থেকে অংশগ্রহণ করে ২৮২ শিক্ষার্থী। পাস করেছে ২৫৬ জন, ফেল ২৬ জন, এবং জিপিএ-৫ পেয়েছে ১৯ জন।
- প্রতাপনগর আল-আমিন মহিলা আলিম মাদ্রাসা ও দরগাহপুর সিদ্দিকিয়া আলিম মাদ্রাসা পেয়েছে শতভাগ সাফল্য।
- গুনাকরকাটি খাইরিয়া আজিজিয়া কামিল মাদ্রাসা: পরীক্ষার্থী ৯০, পাস ৮৯, এ+ ৫
- প্রতাপনগর আবু বকর সিদ্দিক ফাজিল মাদ্রাসা: পরীক্ষার্থী ৫৪, পাস ৪৩, এ+ ১
- গাজীপুর কুড়িগ্রাম আলিম মাদ্রাসা: পরীক্ষার্থী ৩০, পাস ২৬, এ+ ১
- অন্যান্য মাদ্রাসাগুলোর পাশের হার ৭৬%-৯৮% এর মধ্যে।
বিএম শাখা:
দুইটি প্রতিষ্ঠানে মোট পরীক্ষার্থী ছিল ৫৬ জন। পাস করেছে ৪৭ জন, ফেল করেছে ৯ জন।
- আশাশুনি সরকারি কলেজ: পরীক্ষার্থী ৪০, পাস ৩৩
- হাজী জালাল উদ্দীন আদর্শ কলেজ: পরীক্ষার্থী ১৬, পাস ১৪
এই ফলাফলে দেখা যাচ্ছে, কলেজ পর্যায়ে বেশকিছু প্রতিষ্ঠানে পাশের হার আশানুরূপ নয়। বিশেষ করে বড়দল আফতাব উদ্দীন কলেজিয়েট স্কুলে পাশের হার মাত্র ২৭.২৭%। তবে আলিম পর্যায়ে দুটি প্রতিষ্ঠানে শতভাগ সাফল্য আশার আলো জাগিয়েছে।