Nabadhara
ঢাকাশুক্রবার , ১৭ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

আলফাডাঙ্গা ক্লাবের নবগঠিত কমিটি ঘোষণা — সভাপতি ওমর আলী, সম্পাদক হারুন অর রশিদ

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
অক্টোবর ১৭, ২০২৫ ১০:৩২ অপরাহ্ণ
Link Copied!

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন আলফাডাঙ্গা ক্লাবের ২০২৫–২০২৭ মেয়াদের নবগঠিত কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

 

শুক্রবার (১৭ অক্টোবর) রাত ৯টার দিকে ক্লাব কার্যালয়ে আয়োজিত সাধারণ সভায় নতুন কমিটির ঘোষণা দেন সদস্যরা।

 

নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ওমর আলী এবং সাধারণ সম্পাদক হয়েছেন মোঃ হারুন অর রশিদ।

এছাড়া অর্থ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন মোঃ শাহাবুল আলম ও সাংগঠনিক সম্পাদক হয়েছেন মোঃ হানিফ কাজী।

 

মোট ২৭ সদস্যবিশিষ্ট এ কার্যনির্বাহী কমিটিতে আলফাডাঙ্গার তরুণ ও অভিজ্ঞ সদস্যদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

 

নবনির্বাচিত সভাপতি ওমর আলী বলেন, “আলফাডাঙ্গা ক্লাব শুধু বিনোদনের স্থান নয়, এটি হবে সমাজ উন্নয়ন ও মানবকল্যাণের কেন্দ্রবিন্দু। সবাইকে সঙ্গে নিয়ে ক্লাবকে আরও গতিশীল ও কর্মমুখী করতে চাই।”

 

সাধারণ সম্পাদক হারুন অর রশিদ বলেন, “আমরা একসাথে কাজ করব, তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করে সমাজে ইতিবাচক পরিবর্তন আনব।”

 

অর্থ সম্পাদক মোঃ শাহাবুল আলম বলেন, “ক্লাবের আর্থিক স্বচ্ছতা ও কার্যক্রমের গতি বৃদ্ধিতে সবাই মিলেই কাজ করব।”

 

স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরা নবনির্বাচিত নেতৃত্বের প্রতি শুভকামনা জানিয়ে বলেন, এই নেতৃত্বে আলফাডাঙ্গা ক্লাব আরও কার্যকর ও সমাজমুখী ভূমিকা রাখবে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।