Nabadhara
ঢাকারবিবার , ১৯ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

গৌরনদীতে কলেজ গেটের সামনে ময়লার ভাগারকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
অক্টোবর ১৯, ২০২৫ ৩:৪১ অপরাহ্ণ
Link Copied!

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

বরিশালের গৌরনদী সরকারি কলেজ গেটের সামনে ময়লার ভাগার স্থাপনের প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়ে শিক্ষার্থীরা। রোববার (১৯ অক্টোবর) দুপুরে কলেজ গেটের পাশ থেকে ভাগার সরিয়ে নেওয়ার দাবিতে শিক্ষার্থীরা ঢাকা-বরিশাল মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করেন।

 

প্রায় আধা ঘণ্টাব্যাপী এই অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। এতে রাস্তার দুই পাশে চার কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

 

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, পৌর কর্তৃপক্ষ পৌর এলাকার সকল ময়লা-আবর্জনা কলেজ ক্যাম্পাসের পাশে ফেলে ভাগার তৈরি করেছে। এতে সৃষ্ট দুর্গন্ধে শিক্ষার্থী ও পথচারীরা চরম স্বাস্থ্যঝুঁকিতে পড়েছেন। ভাগার সরিয়ে নেওয়ার অনুরোধ জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ তাদের।

 

গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান বলেন, “ময়লার ভাগার স্থাপন নিয়ে শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার আশ্বাসে তারা অবরোধ তুলে নেন। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।”

 

উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম জানান, “কলেজ গেটের পাশ থেকে দ্রুত ময়লা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সেখানে যাতে আর কেউ ময়লা ফেলতে না পারে, সে বিষয়েও ব্যবস্থা নেওয়া হবে। পৌরসভার জন্য একটি স্থায়ী ডাম্পিং স্টেশন তৈরির পরিকল্পনা প্রক্রিয়াধীন।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।