Nabadhara
ঢাকারবিবার , ১৯ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

তালায় অবৈধ বালু উত্তোলন নিয়ে সংঘর্ষে আহত ৪, মামলা দায়ের

 তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
অক্টোবর ১৯, ২০২৫ ৭:৪২ অপরাহ্ণ
Link Copied!

 তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার তালা উপজেলার মদনপুর গ্রামে অবৈধভাবে ভূগর্ভস্থ বালু উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চারজন আহত হন। মারাত্মক আহত অবস্থায় আওছাফুর রহমান (৬২) ও তার ছেলে তাহফিমুর রহমান (১৮) কে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রোববার (১৩ অক্টোবর) বিকালে তালা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এ অভিযোগ তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে আওছাফুর রহমানের মেয়ে ঈশিতা আরজু অভিযোগ করেন, গত ১৬ অক্টোবর বিকেলে মৃত ইউছুপ শেখের স্ত্রী রুপিয়া বেগম স্থানীয় নজরুল ইসলামের বালু উত্তোলনের মেশিন ব্যবহার করে সোহাগ শেখের পুকুর থেকে অবৈধভাবে বালু বিক্রি করছিলেন। বিষয়টি জানতে পেরে পুকুর মালিক সোহাগ শেখ তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর অভিযোগ করলে প্রশাসন অভিযান চালিয়ে বালু উত্তোলন বন্ধ করে দেয়।

এর পরদিন রুপিয়া বেগম ও তার সহযোগীরা হামলা চালিয়ে আওছাফুর রহমান ও তাহফিমুর রহমানকে মারাত্মকভাবে আহত করে। এ সময় স্থানীয় মাওলানা আব্দুল আজিজ ও সোহাগ হোসেনও মারধরের শিকার হন।

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, রুপিয়া বেগম মাদকসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত এবং স্থানীয় কিছু প্রভাবশালীর সহায়তায় তিনি এসব কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। প্রতিবাদ করায় ভুক্তভোগী পরিবারকে মিথ্যা মামলার ভয় দেখানো হচ্ছে বলেও দাবি করা হয়।

এ ঘটনায় আওছাফুর রহমান তালা থানায় সাহাদ শেখ, রুপিয়া বেগম ও রাকিব হোসেনের বিরুদ্ধে মামলা (মামলা নং–০৬) দায়ের করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।