Nabadhara
ঢাকাবুধবার , ২২ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনিতে গ্রামীণ ঐতিহ্যের নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

জি. এম. মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)
অক্টোবর ২২, ২০২৫ ২:৩৭ অপরাহ্ণ
Link Copied!

জি. এম. মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)

সাতক্ষীরার আশাশুনি উপজেলার টেংরাখালীতে অনুষ্ঠিত হলো গ্রামবাংলার চিরায়ত ঐতিহ্যের এক চমৎকার আয়োজন—নৌকা বাইচ প্রতিযোগিতা। মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে টেংরাখালী খালে স্থানীয় যুবসমাজের উদ্যোগে ও টেংরাখালী শ্রীশ্রী শ্যামাকালী পূজা উপলক্ষে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় অংশ নেয় মোট চারটি দল—সোনাবাদাল কালিমাতা স্পোর্টিং ক্লাব, দাঁদপুর নৌকা দল, টেংরাখালী দল এবং সোনাবাদাল মা মনসা দল। তুমুল উত্তেজনা ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নৌকা বাইচে বিজয়ী হয় সোনাবাদাল কালিমাতা স্পোর্টিং ক্লাব, আর দ্বিতীয় স্থান অর্জন করে দাঁদপুর দল।

বিজয়ী দলকে নগদ ৫,০০০ টাকা ও রানারআপ দলকে ৩,০০০ টাকা পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট কিশোরী মোহন মণ্ডল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক এমপি ও দলীয় মনোনয়ন প্রত্যাশী কাজী আলাউদ্দীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি তুহিন উল্লাহ তুহিন।

এই নৌকা বাইচ প্রতিযোগিতা ঘিরে টেংরাখালী খালের দুই পাড়ে দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। এলাকার মানুষ এই আয়োজনকে স্বাগত জানিয়েছে এবং এমন আয়োজন নিয়মিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।