Nabadhara
ঢাকাবুধবার , ২২ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বিরামপুরে ‘নবাব সিরাজউদ্দৌলা’ নাটকে জেগে উঠল ইতিহাস ও প্রজন্মের চেতনা

মো.ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি
অক্টোবর ২২, ২০২৫ ৫:০৯ অপরাহ্ণ
Link Copied!

মো.ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের বিরামপুর উপজেলা পরিষদ চত্বরের ময়ূরাক্ষী পুকুরপাড়ের মুক্তমঞ্চ মঙ্গলবার রাতে পরিণত হয়েছিল ইতিহাস, নাটক ও সংস্কৃতির এক জীবন্ত মিলনমেলায়। উপজেলা প্রশাসন ও উপজেলা শিল্পকলা একাডেমীর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয় ঐতিহাসিক মঞ্চনাটক ‘নবাব সিরাজউদ্দৌলা’, যা দর্শকদের ফিরিয়ে নিয়ে যায় পলাশীর যুদ্ধের বেদনাময় অধ্যায়ে।

 

এই নাটক যেন নতুন প্রজন্মের সামনে আবারও উন্মোচন করল স্বাধীনতা হারানোর করুণ ইতিহাস ও দেশপ্রেমের গভীর বার্তা। নাটকের শুরু থেকে শেষ পর্যন্ত দর্শকশ্রেণী মগ্ন ছিলেন আলো, শব্দ, সংলাপ ও অভিনয়ের মনোমুগ্ধকর উপস্থাপনায়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম। তাঁর উপস্থিতিতে পুরো মুক্তমঞ্চে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

 

নাটকের মাধ্যমে ফুটে ওঠে মীরজাফরদের বিশ্বাসঘাতকতা, ব্রিটিশ ষড়যন্ত্র এবং নবাব সিরাজউদ্দৌলার অমিত দেশপ্রেম। দর্শকদের অনেকে বলেন, পাঠ্যবইয়ের ইতিহাস যেভাবে হৃদয়ে ছোঁয়া দেয় না, মঞ্চনাটক ঠিক সেভাবেই মানুষকে নাড়া দেয় এবং দায়বদ্ধ করে।

 

স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনের অভিমত, এমন ধারাবাহিক নাট্য আয়োজন তরুণ প্রজন্মের মধ্যে ইতিহাসচেতনা ও দেশপ্রেম জাগিয়ে তুলবে। কেউ কেউ প্রস্তাব করেছেন—স্কুল ও কলেজ শিক্ষার্থীদের নিয়মিত এমন নাটক দেখার সুযোগ করে দিলে জাতি ইতিহাস থেকে নতুন শিক্ষা নিতে পারবে।

 

এই মঞ্চনাটক সফল করতে উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন-এর নেতৃত্বে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বিপুল কুমার চক্রবর্তী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রোকনুজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হক চৌধুরী, একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাজিমউদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষক সমাজ নিবিড়ভাবে সহযোগিতা করেন।

 

আয়োজনে প্রায় ৪৫ থেকে ৫০ হাজার টাকা ব্যয় হয়, যা সম্পূর্ণ অর্থায়ন করেছে বিরামপুর উপজেলা অফিসার্স ক্লাব।

 

স্থানীয়দের ভাষায়, ময়ূরাক্ষী পুকুরের পুনর্নির্মাণ, মুক্তমঞ্চ স্থাপন এবং ধারাবাহিক সাংস্কৃতিক কর্মকাণ্ডের পেছনে রয়েছে উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওনের দূরদর্শিতা ও সংস্কৃতিমনস্ক নেতৃত্ব। তাঁদের মতে, তিনি শুধু প্রশাসনিক কর্মকর্তা নন—বরং সমাজের সাংস্কৃতিক জাগরণের এক অনুপ্রেরণাদাত্রী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।