Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৩ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নরসিংদীর শিবপুরে বিএসটিআই’র অভিযানে জরিমানা

শান্ত বণিক, নরসিংদী প্রতিনিধি
অক্টোবর ২৩, ২০২৫ ৬:২৪ অপরাহ্ণ
Link Copied!

শান্ত বণিক, নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর শিবপুর উপজেলায় পণ্যের গুণগতমান ও ওজন-পরিমাণ যাচাই কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ ফারজানা ইয়াসমিনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।

এর মধ্যে নিউ সুমন ফুড প্রোডাক্টস, শিবপুর বাজার, নরসিংদী প্রতিষ্ঠানটি বিএসটিআই’র মান সনদ ছাড়াই কেক ও বিস্কুট উৎপাদন এবং অবৈধভাবে মানচিহ্ন ব্যবহার করায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮ অনুযায়ী ২৫,০০০ টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে বিএসটিআই লাইসেন্স গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।

এছাড়া আব্দুল্লাহ পোল্ট্রি ফিড মিল, চৈতন্য, শিবপুরকে বিল পরিশোধের মাধ্যমে সাত দিনের মধ্যে সিএম লাইসেন্স গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়।

অন্যদিকে মেসার্স নীলময় ফিলিং স্টেশন, চৈতন্য, শিবপুর-এর একটি ডিসপেন্সিং ইউনিট যাচাই করে সঠিক পাওয়া যায় এবং প্রতিষ্ঠানটিকে ধন্যবাদ জানানো হয়।

মোবাইল কোর্টে মোহাম্মদ পারভেজ মিয়া, ফিল্ড অফিসার (সিএম), প্রসিকিউটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও উপস্থিত ছিলেন নিখিল রায়, সহকারী পরিচালক (সিএম), শেখ রাসেল ও অনিন্দ্য দে, পরিদর্শক (মেট), বিএসটিআই, নরসিংদী।

বিএসটিআই কর্তৃপক্ষ জানায়, ভোক্তাস্বার্থ রক্ষায় নিম্নমানের পণ্যের উৎপাদন ও বাজারজাত প্রতিরোধে প্রশাসনের সহযোগিতায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।