Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৩ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

টুঙ্গিপাড়ায় বিদ্যালয়ের আয়াকে কুপ্রস্তাবের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

অনীলা দেবী, নবধারা
অক্টোবর ২৩, ২০২৫ ৬:৩৪ অপরাহ্ণ
Link Copied!

অনীলা দেবী, নবধারা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ত্রিপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের আয়াকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে একই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃনাল কান্তি ঢালীর বিরুদ্ধে। অভিযোগ উঠেছে, কুপ্রস্তাবে রাজি না হওয়ায় সংশ্লিষ্ট আয়াকে চাকরি থেকে বাদ দেওয়া এবং বিভিন্নভাবে ক্ষতি করার হুমকিও দিচ্ছেন তিনি।

বুধবার (২২ অক্টোবর) এ ঘটনায় ভুক্তভোগী ৩৫ বছর বয়সী আয়া টুঙ্গিপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, প্রধান শিক্ষক মৃনাল কান্তি ঢালী ঐ আয়ার স্বামীর কাছ থেকে ২ লাখ ৫০ হাজার টাকা ধার নেন। পরে ২ লাখ টাকা পরিশোধ করলেও বারবার সময় নিয়ে অবশিষ্ট ৫০ হাজার টাকা ফেরত দেননি। টাকা চাওয়ায় প্রধান শিক্ষক ঐ আয়াকে কুপ্রস্তাব দেন। রাজি না হওয়ায় তিনি আয়ার সঙ্গে অশোভন আচরণ করেন এবং বিদ্যালয়ের ভেতরে বিভিন্নভাবে হয়রানি শুরু করেন। পরবর্তীতে প্রতিবাদ করলে চাকরি থেকে বাদ দেওয়া ও অন্যভাবে ক্ষতি করার হুমকি দেন প্রধান শিক্ষক।

ভুক্তভোগী আয়া বলেন,“২০২৪ সালে আমার স্বামীর কাছ থেকে আড়াই লক্ষ টাকা ধার নেন প্রধান শিক্ষক মৃনাল কান্তি ঢালী। পরে ২ লক্ষ টাকা ফেরত দিলেও বাকি টাকা ফেরত দেননি। উল্টো আমাকে কুপ্রস্তাব দেন। রাজি না হওয়ায় খারাপ আচরণসহ চাকরি থেকে বাদ দেওয়ার হুমকি দেন। আমি দুর্নীতিবাজ ও চরিত্রহীন এই প্রধান শিক্ষকের অপসারণ দাবি করছি।”

অভিযুক্ত প্রধান শিক্ষক মৃনাল কান্তি ঢালী অভিযোগ অস্বীকার করে বলেন,“ঐ আয়াকে আমি আমার কক্ষেই ঢুকতে দেই না। কুপ্রস্তাব দেওয়ার প্রশ্নই আসে না। টাকার বিষয়টিও ভিত্তিহীন। আমাকে হেয় করার জন্যই এমন অভিযোগ আনা হয়েছে।”

এ বিষয়ে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বলেন,“লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।