আগামী বছর মার্চে অস্ট্রেলিয়ায় নারী এশিয়া কাপ অনুষ্ঠিত হবে। সেই টুর্নামেন্টের প্রস্তুতির জন্য বাংলাদেশ নারী ফুটবল দল থাইল্যান্ডে দু’টি প্রীতি ম্যাচ খেলবে। আজ ব্যাংককে অনুষ্ঠিত প্রথম ম্যাচে বাংলাদেশ ০-৩ গোলে হেরেছে।
ম্যাচের প্রথমার্ধে বাংলাদেশ ১ গোলে পিছিয়ে ছিল। দ্বিতীয়ার্ধে স্বাগতিক দল আরও দুই গোল দেয়। ৩-০ ব্যবধানে মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে। থাইল্যান্ডের ব্যাংককে ফিফা স্বীকৃতিপ্রাপ্ত ম্যাচ হলেও বাফুফে ও থাই ফুটবল এসোসিয়েশন ম্যাচটি ক্লোজড ডোর রেখেছে।

থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ নারী ফুটবল দল এক যুগ পর আবার ম্যাচ খেলল। ২০১৩ সালে এশিয়ান কাপ বাছাইয়ে থাইল্যান্ড ৯-০ গোলে বাংলাদেশকে হারিয়েছিল। এক যুগ পর বাংলাদেশ থাইল্যান্ডের বিপক্ষে ৩-০ গোলে হারল।

থাইল্যান্ড নারী এশিয়া কাপে নিয়মিত দল। এবার ভারতের বিপক্ষে হেরে এশিয়া কাপে খেলতে পারছে না। ফিফার র্যাংকিংয়ে তাদের অবস্থান ৫৩। সেখানে বাংলাদেশের র্যাংকিং ১০৪। বাংলাদেশ প্রথমবারের মতো এশিয়ান কাপ নিশ্চিত করেছে। গত জুলাইয়ে ঋতুপর্ণা-আফিদাদের নারী এশিয়ান কাপ খেলা নিশ্চিত হয়। এরপর আজই আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেছেন তারা। ২৭ অক্টোবর পরবর্তী ম্যাচ।

